প্রকাশিত: Sun, Dec 3, 2023 1:51 AM
আপডেট: Fri, May 9, 2025 11:59 AM

যারা এলাকায় এমপি লীগ বানিয়েছেন, তারাই স্বতন্ত্রকে ভয় পাচ্ছেন

আশরাফুল আলম খোকন, ফেসবুক: স্বতন্ত্র প্রার্থীকে যদি এতো ভয় পান, তাহলে বিএনপি জামাত নির্বাচনে এলে কি করতেন? টানা ১৫ বছর এমপি ছিলেন, নিশ্চয় স্বতন্ত্রকে ভয় পাওয়া আপনাদের মানায় না। 

বরং স্বতন্ত্র থেকে ভালো প্রার্থী থাকলে, কেন্দ্রে ভোটার আসবে, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা হবে। বিনা ভোটের এমপির অপবাদ থেকে মুক্তি পাবেন। 

আর যদি আপনার কনফিডেন্স কম থাকে, যদি মনে করেন, নৌকা নিয়েও স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যাবেন, তাহলে আগেই নৌকা মার্কা সারেন্ডার করেন। নৌকার ইজ্জত মাইরেন না। যার কনফিডেন্স আছে, সেই নৌকা নিয়ে করুক।

যারা আওয়ামী লীগের পরিবর্তে, এলাকায় এমপি লীগ বানিয়েছেন, তারাই স্বতন্ত্রকে ভয় পাচ্ছেন।